ঈদের জামাতে মাদক সন্ত্রাসকে নির্মূলের আহ্বান

Looks like you've blocked notifications!
কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ফরিদপুর-১ আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য আবদুর রহমান আজ শনিবার সকালে ফরিদপুরের মধুখালী উপজেলা ঈদগাহ ময়দানে ঈদুল ফিতরের জামাত আদায়ের আগে স্থানীয় মুসল্লিদের উদ্দেশে বক্তব্য দেন। ছবি : এনটিভি

মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলের আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ফরিদপুর-১ আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য আবদুর রহমান। আজ শনিবার সকালে ফরিদপুরের মধুখালী উপজেলা ঈদগাহ ময়দানে ঈদুল ফিতরের জামাত আদায়ের আগে স্থানীয় মুসল্লিদের কাছে এ আহ্বান জানান।

এ সময় সাংসদ আবদুর রহমান বলেন, মাদকের কারণে সমাজ আজ ধ্বংসের দাঁড়প্রান্তে পৌঁছেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। আমাদেরকে মাদক নির্মূল করতে হলে প্রশাসনকে সহযোগিতা করতে হবে।

ঈদের জামাতে স্থানীয় কয়েক হাজার ধর্মপ্রাণ মুসলমান অংশ নেয়। নামাজে ইমামতি করেন ডোবরা পীর সাহেবের ছেলে মওলানা ওবায়েদ বিন নাছের।

এছাড়া আজ ফরিদপুর শহরের কমলাপুর জাতীয় ঈদগাহ ময়দানে সকাল ৮টায় প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হয়। এতে ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এরাদুল হক, ফরিদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন বাবর, ফরিদপুর পৌরসভার মেয়র শেখ মাহতাব আলী মেথুসহ গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেয়।