ঢাকায় ফিরছে মানুষ

Looks like you've blocked notifications!
ঈদের ছুটি শেষে রাজধানীতে ফিরছে কর্মজীবী মানুষ। ছবিটি সায়েদাবাদ থেকে তোলা। ছবি : এনটিভি

ঈদুল ফিতরের ছুটি শেষ। আজ সোমবার প্রথম কর্মদিবস। রাজধানীতে ফিরতে শুরু করেছে কর্মজীবী মানুষ।

আজ সোমবার রাজধানীর সায়েদাবাদ ও মহাখালী টার্মিনালে গিয়ে দেখা যায় বাস থেকে নামছেন অনেক যাত্রী। তবে সড়কে কোনো ধরনের জ্যাম বা প্রতিবন্ধকতা ছিল না বলে জানান একাধিক যাত্রী।

সায়েদাবাদ বাস টার্মিনালে ‘এশিয়া লাইন’ নামের একট বাস থেকে নামছিলেন আরিফুর রহমান। বাসটি কুমিল্লা থেকে এসেছে। তিনি বলেন, ‘গত বুধবার পরিবার নিয়ে বাড়িতে যাই। আজ থেকেই অফিস খুলেছে তাই অল্প দিন বেড়িয়ে বাড়ি থেকে ফিরলাম। তবে একাই এসেছি। পরিবারের লোকজন বাড়িতেই আছে। আগামী সপ্তাহে ওরা ঢাকায় আসবে।’

এশিয়া লাইন পরিবহনের সুপারভাইজার শাহাজাহান মিয়া বলেন, ‘কুমিল্লা থেকে এখানো যাত্রীদের কোনো চাপ নেই। যাত্রীদের ডেকে ডেকে গাড়িতে আনতে হচ্ছে।’ আগামী শুক্রবার ও শনিবার যাত্রীদের চাপ বৃদ্ধি পাবে বলে জানান তিনি।

মহাখালী বাসস্ট্যান্ডে এনা পরিবহনের বাস থেকে নামছিলেন মবিনুল ইসলাম। ময়মনসিংহ থেকে ঢাকায় এসেছেন তিনি। মবিনুল ইসলাম বলেন, ‘মনটা খুব খারাপ। আরো বেশি ছুটি হওয়া উচিত ছিল। সব আত্মীয়র বাসায় বেড়াতে যেতে পারিনি। তবে রাস্তা একদম ফ্রি ছিল।’

 এনা পরিবহনের চালকের সহকারী সাদ্দাম বলেন, ‘রাস্তা ফ্রি থাকায় খুব অল্প সময়ে ঢাকায় চলে এসেছি। ঈদে বাড়ি ফেরার চাপ এখনো তেমন শুরু হয়নি। আগামী সপ্তাহে লোকের সংখ্যা বাড়বে।’

এদিকে রাজধানী ঢাকা আজো ফাঁকা। কর্মদিবসেও রাস্তায় যানবাহনের সংখ্যা খুব কম।