আশুগঞ্জে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা

Looks like you've blocked notifications!
আজ সোমবার ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মেধাবী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার ও উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। ছবি : এনটিভি

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ১০টায় এই সংবর্ধনা ও ঈদ পুনর্মিলন অনুষ্ঠান হয়।

উপজেলার বগইর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করে বগইর গ্র্যাজুয়েট সংঘ।

মো. সালাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা হাজি রকিব উদ্দিন। তিনি মেধাবী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার ও উপহার সামগ্রী তুলে দেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, একমাত্র শিক্ষাই জাতিকে উন্নতির শিখরে পৌঁছাতে পারে। এজন্য শিক্ষার কোনো বিকল্প নেই।  তাই তারা কোমলমতি শিক্ষার্থীদের লেখাপড়ার প্রতি আরো মনোযোগী হওয়ার আহ্বান জানান। তা ছাড়া সন্তানদের প্রতি আরো যত্ন নিতে অভিভাবকদের প্রতি তারা অনুরোধ করেন।

এ ছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওমর আলী খান, অধ্যাপক আলমগীর, ফরহাদ বাশার ভূঁইয়া, হুমায়ুন কবীর ভূঁইয়া, ডা. আব্দুল আওয়াল ভূঁইয়া, মো. আকিব উদ্দিন, হাজি হাফিজ উদ্দিন ভূঁইয়া, আলী আফজাল খন্দকার, হাদিমুল বাহার বিজয়, নাছির উদ্দিন খন্দকার, ডা. শিহাব উদ্দিন ভূঁইয়া, ডা. আব্দুল মুকিত খাঁন, হাজি আবুল খায়ের ভুইয়া, মো. শাহিন আক্তার ভূঁইয়া, মো. খাদেমুল বাশার বিপ্লব, মো. মোস্তফা জামান ওসমান, মো. তোফাজ্জল হক, আবুল কাশেম জজ মিয়া, আমির হামজা, মো. আনিছুর রহমান ভুইয়া প্রমুখ।