শ্রীপুরে নিখোঁজের একদিন পর ব্যবসায়ীর বস্তাবন্দি লাশ উদ্ধার

Looks like you've blocked notifications!
গাজীপুরের শ্রীপুরে নিহত ব্যবসায়ী নজরুল ইসলাম। ছবি : সংগৃহীত

ঈদে শ্বশুর বাড়ি বেড়ানো শেষে নিখোঁজের একদিন পর আজ সোমবার গাজীপুরে শ্রীপুরের এক ব্যবসায়ীর বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহত ব্যবসায়ীর নাম নজরুল ইসলাম (৪০)। তিনি শ্রীপুর উপজেলার টেপিরবাড়ী (দেওচালা) গ্রামের সাহাব উদ্দিনের ছেলে। নজরুল বিভিন্ন এলাকা থেকে গাছ (কাঠ) কিনে সেগুলো স্থানীয় এমসি বাজারে বিক্রি করতেন।

নিহতের ভাতিজা জসীম উদ্দিন জানান, ঈদ উপলক্ষে গত শনিবার পরিবারের সদস্যদের নিয়ে পাশের লোহাই (ডোমবাড়িচালা) গ্রামে শ্বশুর বাড়িতে বেড়াতে যান নজরুল। সেখানে নজরুল তাঁর চাচাতো শ্যালক আলীম উদ্দিনের ছেলে মোক্তার হোসেনের কাছে পাওনা ৮০ হাজার টাকা চান। কিন্তু টাকা পরিশোধ না করায় মোক্তারের সঙ্গে নজরুলের বাকবিতণ্ডা হয়। বেড়ানো শেষে রাতে স্ত্রী সন্তানদের শ্বশুর বাড়িতে রেখে নজরুল তাঁর শ্যালক মোক্তার হোসেনের সঙ্গে মোটরসাইকেলে চড়ে বাড়ির উদ্দেশে রওনা হয়। কিন্তু নজরুল রাতে বাড়ি ফেরেননি। স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পায়নি।

স্বজনদের জিজ্ঞাসাবাদে মোক্তার জানান, রাতে নজরুলকে স্থানীয় এমসি বাজার এলাকায় পৌঁছে দিয়ে তিনি বাড়ি ফিরে যান।

এদিকে নিখোঁজের একদিন পর সোমবার স্থানীয় মাজম আলী মোড়ে এমসি বাজার-শিশু পল্লী সড়কের পাশে বস্তাবন্দি নজরুলের লাশ দেখতে পায় এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে  বস্তাবন্দি ওই লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজ উদ্দীন আহমদ মেডিকেল কলেজ মর্গে পাঠায়। নিহতের শরীরে ও গলায় আঘাতের চিহ্ন রয়েছে।

শ্রীপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মোহসীন হোসাইন জানান, ধারণা করা হচ্ছে পূর্ব বিরোধের জেরে ব্যবসায়ী নজরুলকে অন্য কোথাও শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। পরে নিহতের লাশ চটের বস্তায় ভরে রাতের অন্ধকারে সেখানে ফেলে রেখে পালিয়ে যায়।