মুন্সীগঞ্জের ‘সাধনার দাদু’ আর নেই

Looks like you've blocked notifications!
মুন্সীগঞ্জের প্রবীণ বাসিন্দা ও ‘সাধনার দাদু’ হিসেবে পরিচিত পুরোহিত যতীন্দ্রচন্দ্র ভট্টাচার্য। ছবি : সংগৃহীত

মুন্সীগঞ্জের প্রবীণ বাসিন্দা ও ‘সাধনার দাদু’ হিসেবে পরিচিত পুরোহিত যতীন্দ্রচন্দ্র ভট্টাচার্য মারা গেছেন। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় মুন্সীগঞ্জ পৌরসভার জমিদারপাড়ায় নিজ বাসভবনে তিনি পরলোকগমন করেন।

যতীন্দ্রচন্দ্র ভট্টাচার্যের বয়স হয়েছিল ১০৮ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে ছাড়া অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মুন্সীগঞ্জ সদরের সবচেয়ে প্রবীণ লোক হিসেবে যতীন্দ্রচন্দ্র ভট্টাচার্য সাধারণ মানুষের খুব প্রিয় ছিলেন। তিনি সাধনার ওষুধ বিক্রির পাশাপাশি জাতীয় দৈনিক ও স্থানীয় পত্রিকা বিক্রি করতেন। তিনি ব্যয়াম করতেন নিয়মিত। সব সময় হেঁটেই চলাচল করতেন। শরীরের প্রতি ছিলেন খুব যত্নবান। ১০৮ বছরেও ছিলেন কর্মক্ষম।

যতীন্দ্রচন্দ্র ভট্টাচার্যের মৃত্যুতে স্থানীয় আওয়ামী লীগের সংসদ সদস্য অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস, মুন্সীগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ মহিউদ্দিন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আনিসউজ্জামান আনিস, মুন্সীগঞ্জ পৌরসভার মেয়র হাজি ফয়সাল বিপ্লব, মুন্সীগঞ্জ প্রেসক্লাব, জেলা পূজা উদযাপন পরিষদ, মুন্সীগঞ্জ কেন্দ্রীয় জয়কালী মাতা মন্দির পরিচালনা কমিটিসহ বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের পক্ষ থেকে শোক ও শ্রদ্ধা জানানো হয়েছে।