নীলফামারীতে নাশকতার মামলায় ইউপি সদস্য আটক
নীলফামারীতে নাশকতার মামলায় স্থানীয় এক বিএনপি নেতা ও ইউপি সদস্যকে আটক করেছে পুলিশ। আজ শনিবার রাত ৮টার দিকে ডিমলা উপজেলার নাউতারা বাজার থেকে তাঁকে আটক করা হয়।
আটক বিএনপি নেতা হলেন ডিমলার খালিশা চাপানী ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য নওশাদ আলী (৪৫)।
পুলিশ ও এলাকাবাসী জানায়, নওশাদের বিরুদ্ধে ডিমলা থানায় ৫ জানুয়ারির নির্বাচনকে কেন্দ্র করে ফুটানির হাট ভোটকেন্দ্র ও নাউতারা নিজপাড়া ভোটকেন্দ্রে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের দুটি মামলা রয়েছে। তিনি ফুটানির হাট ভোটকেন্দ্র মামলার গ্রেপ্তারি পরোয়ানার আসামি।
এ ব্যাপারে ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন খানের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি।