চাঁপাইনবাবগঞ্জে জেএমবির তিন সদস্য আটক

Looks like you've blocked notifications!
চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের অভিযানে আটক জেএমবি সদস্য রহমত আলী, জাহাঙ্গীর আলম ও মোয়াজ্জেম হোসেন। ছবি : এনটিভি

চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের পৃথক দুটি অভিযানে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) তিন সদস্যকে আটক করা হয়েছে। আজ মঙ্গলবার ভোর পৌনে ৪টার দিকে তাঁদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন জেলার শিবগঞ্জ উপজেলার চাকলা মিয়াপাড়া গ্রামের রহমত আলী (৪৭), পারএকলামপুর বিশ্বাসপাড়ার জাহাঙ্গীর আলম (৪৩) ও চাকলা কামারটেক পাড়ার মোয়াজ্জেম হোসেন (৩০)।

আটক তিনজনকে আজ দুপুরে চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ৫-এর ক্যাম্পে সাংবাদিকদের সামনে হাজির করা হয়।

এ সময়  র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব ৫-এর একটি দল প্রথমে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দুর্গাপুর-পূর্বপাড়া এলাকায় অভিযান চালিয়ে রহমত আলীকে আটক করে। পরে তাঁর দেওয়া তথ্য অনুযায়ী শিবগঞ্জের চাকলা এলাকায় আরেকটি অভিযান চালিয়ে আটক করা হয় জাহাঙ্গীর আলম ও মোয়াজ্জেম হোসেনকে। চাকলা থেকে বেশকিছু জিহাদি বইপত্র, পাসপোর্ট ও মেমোরি কার্ড উদ্ধার করা হয়।

আটক তিনজনই জেএমবির সক্রিয় সদস্য বলে জানান র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের ইনচার্জ স্কোয়াড্রন লিডার মোহাম্মদ সাঈদ আব্দুল্লাহ আল মুরাদ।