সিটি নির্বাচন নিয়ে বসেছেন ২০ দলের নেতারা

Looks like you've blocked notifications!

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন, তার পরবর্তী সময়ে হতে যাওয়া তিন সিটি নির্বাচনের কর্মপরিকল্পনা এবং জোটপ্রধান খালেদা জিয়ার মুক্তির বিষয়ে করণীয় ঠিক করতে বৈঠকে বসেছেন ২০ দলীয় জোটের নেতারা।

আজ বুধবার বেলা ১১টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। বৈঠকে সভাপতিত্ব করছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এনটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন খালেদা জিয়ার গণমাধ্যম শাখার সদস্য শায়রুল কবির খান।

বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত আছেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী সদস্য আব্দুল হালিম, জাতীয় পার্টির (জাফর) মহাসচিব মোস্তফা জামান হায়দার, বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ, এনডিপি চেয়ারম্যান খন্দকার গোলাম মর্তুজা, এনপিপি চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, খেলাফত মজলিশের মহাসচিব আহমেদ আব্দুল কাদের, বাংলাদেশ ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা ভুইয়া, জাগপা সভাপতি রেহেনা প্রধান, কল্যাণ পার্টির মহাসচিব এম এম আমিনুর রহমান, লেবার পার্টির মোস্তাফিজুর রহমান ইরান, হামদাল মেহেদি, ডিএল সাইফুদ্দিন মনি, পিপলস লীগের সৈয়দ মাহবুব হোসেন, জমিয়তের মুফতি মহিউদ্দিন ইকরাম, ইসলামিক পার্টির আবু তাহের চৌধুরী, ইসলামিক ঐক্যজোটের এম এ রাকিব প্রমুখ।

আগামী ২৬ জুন গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে। এর পর ৩০ জুলাই অনুষ্ঠিত হবে রাজশাহী, বরিশাল ও সিলেট সিটি করপোরেশনের নির্বাচন।