ঝিনাইদহে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
ঝিনাইদহের শৈলকুপার উমেদপুর ইউনিয়ন যুবদলের সভাপতি আবু জাফরকে (৪০) কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। গতকাল শনিবার রাতে এ ঘটনা ঘটে।
নিহত আবু জাফর উমেদপুরের তামিনগরের মাহতাব উদ্দিন শেখের ছেলে। আজ রোববার ঝিনাইদহ সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে তাঁর লাশ গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হবে। সেখানে স্থানীয় একটি স্কুলে জোহরের নামাজের পর তাঁর জানাজা হবে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত কাউকে এখনো আটক করতে পারেনি।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, গতকাল সন্ধ্যা ৬টার দিকে স্থানীয় রয়েড়া বাজার থেকে ছোট ভাই আবদুর রশিদের সঙ্গে বাড়ি ফিরছিলেন জাফর। পথে তাবিনগর ব্রিজের কাছে আগে থেকে ওত পেতে থাকা দুর্বৃত্তরা তাঁদের ওপর হামলা চালায়। রশিদ ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হন। আবু জাফরকে পিটিয়ে ও কুপিয়ে আহত করে ফেলে যায় দুর্বৃত্তরা। পরে গ্রামবাসী তাঁকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে প্রথমে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থার অবনতি হলে রাত ১০টার দিকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি রাত সাড়ে ১০টার দিকে মারা যান।
আবু জাফরের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে দলীয় নেতাকর্মীরা হাসপাতালে ভিড় করেন।
সদর হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক বায়েজিদ হোসেন জানান, জাফরের সারা শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। এ ছাড়া লোহাজাতীয় কোনো কিছু দিয়ে তাঁকে পেটানো হয়েছে।
এ ঘটনায় শৈলকুপা থানা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য আবদুল ওহাবের অভিযোগ, এ ঘটনার সঙ্গে আওয়ামী লীগের স্থানীয় সন্ত্রাসীরা জড়িত। হত্যাকারীদের দ্রুত বিচার দাবি করেছেন তিনি। জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মসিউর রহমান ঘটনার নিন্দা জানিয়েছেন।