মোংলা বন্দরে শ্রমিক কর্মচারীদের মজুরি ২৫ শতাংশ বৃদ্ধি

Looks like you've blocked notifications!
মোংলা বন্দর কর্তৃপক্ষের সম্মেলন কক্ষে আজ বুধবার মজুরি বৃদ্ধি সংক্রান্ত সভা হয়। ছবি : এনটিভি

বাগেরহাটের মোংলা বন্দরে আসা সমুদ্রগামী জাহাজের মালামালবোঝাই ও খালাস কাজে নিয়োজিত শ্রমিক, ক্যাজুয়াল কর্মচারী ও নিরাপত্তা প্রহরীদের (ওয়াচম্যান) শ্রমমজুরি শতকরা ২৫ শতাংশ বৃদ্ধি করার সিদ্ধান্ত হয়েছে।

আজ বুধবার দুপুরে মোংলা বন্দর কর্তৃপক্ষের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মজুরি বৃদ্ধি সংক্রান্ত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। আগামী ১ জুলাই থেকে বর্ধিত এই শ্রমমজুরি কাঠামো কার্যকর হবে।  

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ও খুলনা সিটি করপোরেশনের মেয়র আলহাজ তালুকদার আব্দুল খালেক।

সভায় তালুকদার আব্দুল খালেক বলেন, শ্রমিক, কর্মচারী ও ওয়াচম্যানদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে ও শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় স্টিভিডরস অ্যাসোসিয়েশন (শ্রমিক ঠিকাদার প্রতিষ্ঠান), মোংলা বন্দর কর্তৃপক্ষ ও শ্রম অধিদপ্তরসহ সংশ্লিষ্ট সবার সাথে শান্তিপূর্ণ আলাপ-আলোচনার মাধ্যমে বন্দরে নিয়োজিত কর্মীদের শ্রমমজুরি ২৫ ভাগ বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ১ জুলাই থেকে এই শ্রমমজুরি চালু করা হবে।

খুলনার মেয়র বলেন, শ্রমিক-কর্মচারী-ওয়াচম্যানেরা হলেন এ বন্দরের প্রাণ। তাঁদের ছাড়া বন্দর কোনোভাবেই সচল রাখা সম্ভব নয়।

মজুরি বৃদ্ধির সিদ্ধান্ত যথাসময়ের মধ্যে কার্যকর করতে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান মেয়র। পর্যায়ক্রমে শ্রমিকদের অন্য যৌক্তিক সুযোগ-সুবিধা বিষয়ক দাবিও বাস্তবায়ন করা হবে বলে জানান তিনি।

বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান কমোডর এ কে এম ফারুক হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় শ্রম অধিদপ্তর, মোংলা বন্দর বার্থ ও শিল্প অপারেটর অ্যাসোসিয়েশন, বাংলাদেশ ফ্রোজেন ফুডস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন, খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রি, খাদ্য বিভাগ, বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশন, বাংলাদেশ শিপিং করপোরেশন, খুলনা জেলা ইম্পোর্টার্স গ্রুপ, বাংলাদেশ শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশন, মোংলা কাস্টম ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট অ্যাসোসিয়েশন, মেঘনা সিমেন্ট মিলস লিমিটেড, মোংলা সিমেন্ট ফ্যাক্টরি, দুবাই বাংলাদেশ সিমেন্ট মিলস ও হোলসিম সিমেন্ট মিলসের কর্মকর্তা-নেতৃবৃন্দসহ বন্দরের উচ্চ পদস্থ কর্মকর্তারা।