সুপ্রিম কোর্ট খুলছে রোববার, হাইকোর্টে ৫৮ বেঞ্চ পুনর্গঠন

Looks like you've blocked notifications!

অবকাশ শেষে সুপ্রিম কোর্ট খুলছে আগামী রোববার ২৪ জুন। এরই মধ্যে নিয়মিত বিচারিক কার্যক্রম পরিচালনার জন্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে সুনির্দিষ্ট বিচারিক এখতিয়ার দিয়ে ৫৮টি বেঞ্চ পুনর্গঠন করেছেন প্রধান বিচারপতি।

বেঞ্চের তালিকাসহ বিস্তারিত সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। ২৪ জুন থেকে এসব বেঞ্চে বিচারিক কার্যক্রম পরিচালিত হবে।

গত ৩ জুন থেকে আজ ২১ জুন পর্যন্ত সরকার ঘোষিত ছুটি, সাপ্তাহিক ছুটি এবং কোর্টের অবকাশের কারণে সুপ্রিম কোর্টের নিয়মিত বিচার কার্যক্রম বন্ধ ছিল। আগামীকাল শুক্রবার ও পরদিন শনিবার সাপ্তাহিক ছুটি শেষে রোববার থেকে যথারীতি নিয়মিত বিচার কার্যক্রম শুরু হবে।

তবে অবকাশকালীন জরুরি বিষয় শুনানি ও নিষ্পত্তির জন্য আপিল বিভাগে চেম্বার কোর্টে বিচারিক কার্যক্রম চলেছে। এ ছাড়া প্রধান বিচারপতি সুনির্দিষ্ট বিচারিক এখতিয়ার দিয়ে হাইকোর্ট বিভাগে ১১টি অবকাশকালীন বেঞ্চ গঠন করে দেন। অবকাশে এসব বেঞ্চে বিচারিক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।