পুলিশ সুপারের কথায় মাদক ছাড়লেন ৫ জন

Looks like you've blocked notifications!
ফরিদপুরের এই পাঁচ ব্যক্তি মাদক ছেড়ে ফিরে গেছেন স্বাভাবিক জীবনে। ছবি : এনটিভি

দেশব্যাপী মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ফরিদপুরে চলছে জোর অভিযান।

এর অংশ হিসেবে শহরের গৃহলক্ষ্মীপুর এলাকার পাঁচ মাদকসেবীকে মাদকের পথ থেকে ফিরিয়ে এনেছেন জেলা পুলিশ সুপার মো. জাকির হোসেন খাঁন। ওই পাঁচজনও কথা দিয়েছেন আর কখনো জড়াবেন না মাদকের ভয়াল জগতে।

পাঁচ ব্যক্তি হলেন, শফিকুর রহমান (৪০), বাবু শেখ(২৮), মানিক মিয়া (৩৫), আক্কাছ সেখ (৩৫) ও জরিপ শেখ (৫৬)।

পুলিশ সুপার মো. জাকির হোসেন খাঁন বলেন, ‘আমি কিছু ধরে তাঁদের সাথে কথা বলছিলাম যাতে তাঁরা মাদকসেবন থেকে বিরত থাকে। এরপর তাঁরা আমার কথায় সাড়া দিয়ে পরিবার নিয়ে আমার কার্যালয়ে এসে কথা দিলেন আর সেবন করবেন না মাদক। এদের সঙ্গে এখন থেকে আমরা নিয়মিত যোগাযোগ রাখব তাঁদের জীবন-জীবিকা নিয়ে।’

এ ছাড়া যেহেতু পুলিশের কথায় এই পাঁচ ব্যক্তি স্বাভাবিক জীবনে ফিরে গেছেন তাই তাঁরা যদি চান তাহলে তাঁদের জন্য কাজের ব্যবস্থা করার চেষ্টা করবেন বলেও জানান পুলিশ সুপার। তিনি আরো বলেন, মাদক সেবন থেকে যারাই স্বাভাবিক জীবনে ফিরে যাবেন তাঁরা হবেন পুলিশের বন্ধু। পুলিশ তাঁদের সব ধরনের সাহায্য করবে।