নীলফামারীতে ছাত্রদল নেতা কারাগারে

Looks like you've blocked notifications!

নীলফামারীতে নাশকতার মামলায় ডোমার উপজেলা ছাত্রদলের সভাপতি শাহীন আলম ও সাধারণ সম্পাদক সজীব বসুনিয়াকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

আজ রোববার দুপুরে জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে তাঁরা আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক সামিউল হক তাঁদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এ ছাড়া একই আদালত বড়গাছা ডুগডুগি ভোটকেন্দ্রে অগ্নিসংযোগ, ভাঙচুর, হামলা ও নাশকতার মামলায় কারাগারে আটক ডোমার সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি ইয়াছিন মোহাম্মদ সিথুনকে জামিনে মুক্তি দিয়েছেন।

আসামিপক্ষের আইনজীবী আবু সোয়েম এনটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালত সূত্র জানায়, ডোমার উপজেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে ডোমার উপজেলার ধরনীগঞ্জ বাজারে ২০১৩ সালের সরকারবিরোধী আন্দোলন ও অবরোধের সময়ে পুলিশকে সরকারি কাজে বাধা ও পুলিশকে লাঞ্ছিত করার অভিযোগ রয়েছে।

এ ছাড়া ৫ জানুয়ারির নির্বাচনকে কেন্দ্র করে একই উপজেলার দরগাপাড়া ভোটকেন্দ্র ও বড়গাছা ডুগডুগি ভোটকেন্দ্রে অগ্নিসংযোগ, ভাঙচুর, হামলা ও নাশকতার মামলা রয়েছে দুই ছাত্রদল নেতার বিরুদ্ধে। এ-সংক্রান্ত তিনটি মামলায় তারা ওয়ারেন্টভুক্ত আসামি।