রেল সেতুতে সেলফি তুলতে গিয়ে যুবকের মৃত্যু

Looks like you've blocked notifications!
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মেঘনা নদীর ওপর নির্মিত দ্বিতীয় রেল সেতুতে পড়ে আছে অজ্ঞাতনামা যুবকের মরদেহ। ছবি : এনটিভি

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মেঘনা নদীর ওপর নির্মিত দ্বিতীয় রেল সেতুতে ট্রেনের ধাক্কায় অজ্ঞাতনামা এক যুবকের মৃত্যু হয়েছে। আজ রোববার দুপুর দেড়টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ওই যুবক আজ দুপুর দেড়টার দিকে আশুগঞ্জ-ভৈরব মেঘনা নদীর ওপর নির্মিত দ্বিতীয় রেলসেতুর আশুগঞ্জ প্রান্তে দাঁড়িয়ে মোবাইলে সেলফি তুলছিলেন। এ সময় হঠাৎ সিলেট থেকে ঢাকাগামী কালনী এক্সপ্রেস ট্রেন ওই রেল সেতু পার হওয়ার সময় যুবককে ধাক্কা দেয়। এতে তিনি মাথায় প্রচণ্ড আঘাত পান এবং প্রচুর রক্তক্ষরণ হয়ে ঘটনাস্থলেই মারা যান।

খবর পেয়ে ভৈরব রেলওয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠিয়েছে।

ওই যুবকের পকেট থেকে আশুগঞ্জ থেকে ঢাকাগামী জয়ন্তিকা ট্রেনের একটি টিকেট উদ্ধার করেছে পুলিশ।