হাজারীবাগে বৃষ্টিতে খেলতে গিয়ে নর্দমায় পড়ে শিশুর মৃত্যু

Looks like you've blocked notifications!
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তানজিলের মৃতদেহ কোলে নিয়ে বাবা বাবুল মিয়া। ছবি : এনটিভি

রাজধানীর হাজারীবাগে বৃষ্টিতে খেলতে গিয়ে নর্দমার পানিতে পড়ে এক শিশু মারা গেছে বলে তার পরিবার জানিয়েছে। আজ সোমবার দুপুরে এই ঘটনাটি ঘটে।

শিশুটির নাম তানজিল (৫)। মুমূর্ষু অবস্থায় তানজিলকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিকেল সাড়ে ৩টার দিকে মৃত ঘোষণা করেন।

তানজিল হাজারীবাগ পার্কের ঢাল উলাল মহল এলাকার বাবুল মিয়া সন্তান।

বাবুল মিয়া জানান, তাঁর দুই সন্তান। এর মধ্যে তানজিল ছোট। আজ দুপুরে ভারি বৃষ্টির সময় বাসার সামনে আরো কয়েকজন শিশুর সঙ্গে বৃষ্টিতে ভিজে খেলছিল তানজিল। একপর্যায়ে বাসার সামনে বড় নর্দমার পানিতে পড়ে যায় সে। খবর পেয়ে তিনি নিজেই নর্দমায় নেমে তানজিলকে অচেতন অবস্থায় উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, শিশুর মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।