ভোলায় ‘বন্দুকযুদ্ধে ‘মাদক ব্যবসায়ী’ নিহত

Looks like you've blocked notifications!

ভোলায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে সন্দেহভাজন এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে অস্ত্র, গুলি ও মাদকদ্রব্য উদ্ধারের কথা জানানো হয়েছে।

আজ মঙ্গলবার ভোর ৪টার দিকে ভোলা সদর উপজেলার বাঘমারা বেড়িবাঁধের পাশে এ ঘটনা ঘটে।

জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম জানান, মাদক ব্যবসায়ীদের দুটি পক্ষের মধ্যে এলাকা ভাগাভাগি নিয়ে নিজেদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। খবর পেয়ে ডিবি পুলিশ ঘটনাস্থলে গেলে মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়লে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। সবাই পালিয়ে যায়। তবে ঘটনাস্থলে মাদক ব্যবসায়ী জাকিরের লাশ পড়ে থাকতে দেখে। লাশ উদ্ধার করে ভোলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে। নিহত জাকির ভোলা সদর উপজেলার উত্তর দিঘলদী ইউনিয়নের বালিয়া গ্রামের বাসিন্দা। তিনি দীর্যদিন ধরে এলাকায় মাদক ব্যবসা করে আসছিলেন। তাঁর নামে হত্যা, অস্ত্র, মাদকসহ অন্তত ১৯টি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।