রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করলেন নতুন বিচারপতিরা

Looks like you've blocked notifications!
আজ মঙ্গলবার বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে নতুন নিয়োগ পাওয়া ১৮ জন বিচারপতি। ছবি : বাসস

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে নতুন নিয়োগ পাওয়া ১৮ জন বিচারপতি রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

আজ মঙ্গলবার বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন বিচারপতিরা।

পরে রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন বার্তা সংস্থা বাসসকে বলেন, ‘এটি একটি সৌজন্য সাক্ষাৎ। রাষ্ট্রপতি নতুন বিচারপতিদের অভিনন্দন জানান।’

বিচার বিভাগকে ন্যায়বিচার প্রার্থীদের শেষ আশ্রয়স্থল উল্লেখ করে রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন যে, নতুন বিচারপতিদের নিয়োগদানের ফলে দেশের বিচার বিভাগের কার্যক্রম গতিশীল হবে।

রাষ্ট্রপতির সঙ্গে সংশ্লিষ্ট সচিবরা উপস্থিত ছিলেন।

হাইকোর্টের বিচারপতি হিসেবে নিয়োগদানের পর প্রধান বিচাপতি সৈয়দ মাহমুদ হোসেন গত ৩১ মে সুপ্রিম কোর্টের জাজেস’ লাউঞ্জে বিচারপতিদের শপথবাক্য পাঠ করান। রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে এই ১৮ জনকে অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ দেন। এর ফলে হাইকোর্টের বিচারপতির সংখ্যা ৯৮ জনে দাঁড়িয়েছে।

নতুন বিচাপতিরা হলেন-আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সদস্য এম আবু আহমেদ জমাদার, আইন মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব এম মোস্তাফিজুর রহমান, নরসিংদী জেলা ও দায়রা জজ ফাতেমা নাজিব, ঢাকা মেট্রোপলিটান দায়রা জজ এস এম কুদ্দুস জামাল, ঢাকা বিভাগীয় বিশেষ জজ এম আতাউর রহমান, সুপ্রিম কোর্টের আইনজীবী এস এম আবদুল মবিন, মোহাম্মদ আলী, মহিউদ্দিন শামীম, মো. রিয়াজ উদ্দিন খান, এম খায়রুল আলম, আহমেদ সোহেল ও এ এম হাফিজুল আলম, ডেপুটি অ্যাটর্নি জেনারেল খায়রুল হায়াত, শশাঙ্ক শেখর সরকার, এস এম মুনিরুজ্জামন, সরদার মোহাম্মদ রাশেদ জাহাঙ্গীর ও খন্দকার দিলিরুজ্জামান।