চান্দিনা পৌরসভার বাজেট ঘোষণা

Looks like you've blocked notifications!
কুমিল্লার চান্দিনা পৌরসভায় বাজেট ঘোষণা উপলক্ষে প্রধান অতিথির বক্তব্য দেন সাবেক ডেপুটি স্পিকার আলহাজ অধ্যাপক মো. আলী আশরাফ এমপি। ছবি : এনটিভি

কুমিল্লার চান্দিনা পৌরসভায় ২০১৮-২০১৯ অর্থবছরের জন্য ৩৫ কোটি ৬১ লাখ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। গতকাল  শুক্রবার বিকেলে পৌরসভার সভাকক্ষে এই বাজেট ঘোষণা করা হয়।  বাজেট ঘোষণা করেন পৌরসভা মেয়র মো. মফিজুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় সাবেক ডেপুটি স্পিকার আলহাজ অধ্যাপক মো. আলী আশরাফ এমপি ঘোষিত বাজেটকে  ‘জনমুখী’ বলে অভিহিত করেন।  তিনি বলেন, জনগণের ভাগ্য উন্নয়নে পৌরসভার মেয়র, কাউন্সিলর ও কর্মকর্তাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এ ছাড়া পৌরসভার অধিবাসীদের পৌর করসহ যাবতীয় কর যথাযথভাবে পরিশোধের আহ্বান জানান তিনি।

প্রস্তাবিত বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে ৩ কোটি ১৯ লাখ ৫০ হাজার টাকা। বিভিন্ন প্রকল্পে সরকারি অনুদান বাবদ আয় ধরা হয়েছে ২৮ কোটি ২৫ লাখ টাকা। অবকাঠামো উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ ব্যয় ধরা হয়েছে ২৮ কোটি ৩ লাখ টাকা।

পৌর কাউন্সিলর কাজী জাফর উল্লাহ্ আজাদের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মহিউদ্দিন আহমেদ আলম, সাবেক দপ্তর সম্পাদক উপাধ্যক্ষ নির্মল চন্দ্র দাস, চান্দিনা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আহাম্মদ খালেদ, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী সখিনা আলম, বরকইট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. ছফিউল্লাহ্, পৌরসভার প্যানেল মেয়র মো. আবদুর রব, পৌর কাউন্সিলর মো. আক্তার আহমেদ নাদিম, মো. তাজুল ইসলাম, মো. কামাল হোসেন, মো. সুরুজ ভূঁইয়া, মো. আবদুস ছালাম, মো. দুলাল মিয়া, মহিলা কাউন্সিলর মোসাম্মৎ মিনোয়ারা বেগম, মোসাম্মৎ নাসরিন আক্তার, মোসাম্মৎ রাবেয়া বেগম, পৌর সচিব মো. ইউসুফ আলী, পৌরসভার প্রকৌশলী মো. শাহিন সার হোসেনসহ ইউপি সদস্যবৃন্দ।