আশুগঞ্জে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

Looks like you've blocked notifications!
এনটিভির ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে ইউএনও মৌসুমী বাইন হীরাকে কেক খাইয়ে দেওয়া হয়। ছবি : এনটিভি

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে এনটিভির ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে চ্যানেলটির আশুগঞ্জ উপজেলা দর্শক ফোরাম।

এতে প্রধান অতিথি ছিলেন আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌসুমী বাইন হীরা। স্বাগত বক্তব্য দেন এনটিভির আশুগঞ্জ প্রতিনিধি আক্তারজামান রঞ্জন। আশুগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি মোজাম্মেল হকের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন আশুগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মেজবাহ উদ্দিন আহম্মেদ, সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম সাচ্চু, আশুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যন মো. সালাহ উদ্দিন প্রমুখ।

এ সময় আরো উপস্থিত ছিলেন যমুনা টিভির জেলা প্রতিনিধি মো. শফিকুল ইসলাম, জিটিভির আশুগঞ্জ প্রতিনিধি হুমায়ুন কবির, আশুগঞ্জ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক তাইফুর রহমান, চ্যানেল নাইনের জেলা প্রতিনিধি আল মামুন, আওয়ামী লীগ নেতা আতাউর রহমান কবির ও মোশারফ মুন্সী, মাই টিভির আশুগঞ্জ প্রতিনিধি নিতাই চন্দ্র ভৌমিক, দৈনিক সমকালের আশুগঞ্জ প্রতিনিধি মুহাম্মদ আনোয়ার হোসেন, দৈনিক ভোরের কাগজ পত্রিকার আশুগঞ্জ প্রতিনিধি হাবিবুর রহমান, এটিএন বাংলার জেলা প্রতিনিধি ইসহাক সুমন, ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি খন্দকার রায়হান, ফোকাস বাংলার জেলা প্রতিনিধি মো. লোকমান হোসেন, মোহনা টিভির আশুগঞ্জ প্রতিনিধি মো. তসলিম আহমেদ, এস টিভির আশুগঞ্জ প্রতিনিধি বাবুল শিকদার।

এছাড়াও উপস্থিত ছিল বিভিন্ন সামাজিক সংগঠন, স্কুল-কলেজের শিক্ষক ও রাজনৈতিক দলের প্রতিনিধি, সামাজিক সাস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা।

আলোচনা সভায় অতিথিরা বলেন, এনটিভি বিগত ১৫ বছর দর্শকদের মন জয় করেছে। গ্রামগঞ্জের খবর এনটিভিতে গুরুত্ব সহকারে প্রচার করার কারণে আরো জনপ্রিয় হয়ে উঠেছে।

আলোচনা শেষে এনটিভির ১৬ বর্ষে পদার্পণে বেলা সাড়ে ১১টার দিকে র‌্যালি বের করা হয়। দুপুর ১২টায় কেক কাটা হয়।