দুদকের মামলায় রাজউকের কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগপত্র

Looks like you've blocked notifications!

অবৈধ সম্পদ অর্জনের মামলায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সার্ভেয়ার (সাময়িক বরখাস্ত) মো. মাছুম বিল্লালের বিরুদ্ধে অভিযোগপত্র দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ বুধবার ঢাকার মহানগর হাকিম প্রণব কুমার হুইয়ের আদালতে এ অভিযোগপত্র উপস্থাপন করা হয়।

আদালতের বেঞ্চ সহকারী জহুরুল হক এনটিভি অনলাইনকে বলেন, ‘গতকাল সন্ধ্যায় ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের দুদক সাধারন নিবন্ধন শাখায় তদন্ত কর্মকর্তা দুদকের উপপরিচালক মো. ফরিদ আহমেদ পাটোয়ারী অভিযোগপত্র দাখিল করেন।’

অভিযোগপত্র থেকে জানা যায়, ২০১৩ সালের ১৭ এপ্রিল সার্ভেয়ার মো. মাছুম বিল্লালের বিরুদ্ধে সুনির্দিষ্ট অবৈধ সম্পদ অর্জনের তথ্যের ভিত্তিতে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ দেয় দুদক।

ওই নোটিশ পাওয়ার পরে মাছুম বিল্লাল ওই বছরের ২৩ এপ্রিল দুদকের সচিব বরাবর সম্পদ বিবরণী দাখিল করেন।

দাখিলকৃত সম্পদ বিবরণী পর্যালোচনায় দেখা যায়, তিনি ৩ লাখ ৯৩ হাজার ৮১৪ টাকার সম্পদের তথ্য গোপন এবং এক কোটি ১৭ লাখ ৯২ হাজার ৫৬৬ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করে তা দখলে রেখেছেন।

এ অভিযোগে রাজধানীর রমনা মডেল থানায় দুদকের উপপরিচালক মো. ফরিদ আহমেদ পাটোয়ারী বাদী হয়ে মামলাটি দায়ের করেন। আজ বিচারক অভিযোগপত্রটি দেখে বিচারের জন্য ঢাকার মহানগর দায়রা জজ আদালতে বদলির আদেশ দিয়েছেন।