জেদ্দায় দুর্ঘটনায় নিহত শাহ আলমের বাড়িতে শোক
সৌদি আরবের জেদ্দায় গতকাল বুধবার ভোরে সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচ ব্যক্তির একজন মাগুরার শাহ আলম। এই মৃত্যুর খবরে মাগুরার মহম্মদপুর উপজেলার দেউলি গ্রামের বাড়িতে এখন চলছে শোক।
আজ বৃহস্পতিবার সকালে নিহতের বাড়িতে গেলে তাঁর দিনমজুর বাবা শাহেন উদ্দিন মোল্লা জানান, বিভিন্ন এনজিও থেকে তিন লাখ ও আত্মীয়-স্বজনের কাছে ধার-দেনা করে মোট সাত লাখ টাকা খরচ করে আট মাস আগে শাহ আলমকে বিদেশ পাঠানো হয়েছিল। সে সময় থেকে মৃত্যুর আগ পর্যন্ত কোনো টাকাই পাঠাতে পারেনি সে। একদিকে এই মৃত্যু সংবাদ, আরেকদিকে এত টাকার ঋণ মাথায় নিয়ে দিশেহারা হয়ে পড়েছেন তাঁরা।
স্ত্রী, মা, বাবা, ভাই-বোনসহ শাহ আলমের পরিবারে আছে দুই বছরের ছেলে আকাশ। হঠাৎ এই দুর্ঘটনায় পুরো পরিবারটি এখন কঠিন পরিস্থিতির সম্মুখীন।
পরিবার ছাড়াও শাহ আলমের এই মৃত্যুতে আত্মীয়স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।