জ্ঞানের অভাবে আন্দোলন করছেন শিক্ষকরা : অর্থমন্ত্রী

বেতন নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আন্দোলন অযৌক্তিক বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেছেন, ‘দেশের সর্বোচ্চ শিক্ষিত ব্যক্তিরা জ্ঞানের অভাবে এ ধরনের আন্দোলন করছেন। গতকাল (সোমবার) অনুমোদিত বেতন কাঠামো তাঁরা বুঝতে পারেননি বলেই এটা করছেন।’
অষ্টম জাতীয় বেতন কাঠামোর প্রস্তাব অনুমোদন হওয়ায় আজ মঙ্গলবার অর্থমন্ত্রীকে সচিবালয়ে ফুল দিয়ে শুভেচ্ছা জানান নিজ কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা। এর পর সংবাদ ব্রিফিংয়ে অর্থমন্ত্রী এসব কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, ‘প্রশাসনে নিচের দিকে লোকবল বেশি, ওপরের দিকে কম। কিন্তু বিশ্ববিদ্যালয়ের বেলায় এর বিপরীত। অধ্যাপক বেশি, লেকচারার কম। এখানে সবাই অধ্যাপক হতে চায়।’
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়ায় সরকারের বিভিন্ন পর্যায়ের দুর্নীতি কমবে বলে মন্তব্য করেন অর্থমন্ত্রী। তিনি বলেন, আগে বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী যে দুর্নীতি করত, সেটা এখন কমবে।