নদ-নদীর পানি বাড়ছেই

Looks like you've blocked notifications!

ব্রহ্মপুত্র-যমুনা ও গঙ্গা-পদ্মা নদ-নদীসমূহের পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। নদ-নদীর পরিস্থিতি সম্পর্কে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ শুক্রবার এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, আজ সকাল ৯টা পর্যন্ত পর্যবেক্ষণাধীন মোট পানি সমতল স্টেশন ছিল ৯৪টি। এর মধ্যে দেশের ৫৪টি সমতল স্টেশনে পানি বৃদ্ধি পেয়েছে। পানি হ্রাস পেয়েছে ৩৯টি সমতল স্টেশনে। এ ছাড়া একটি সমতল স্টেশনে অপরিবর্তিত ছিল।

বন্যা পূর্বভাসে বলা হয়েছে, ব্রহ্মপুত্র-যমুনা নদ-নদীসমূহের পানি বৃদ্ধি আগামী ৭২ ঘণ্টা অব্যাহত থাকতে পারে। অপরদিকে গঙ্গা-পদ্মা নদ-নদীসমূহের পানি বৃদ্ধি আগামী ৪৮ ঘণ্টা অব্যাহত থাকতে পারে।

নদ-নদীর পরিস্থিতি সম্পর্কে বন্যা পূর্বভাসে আরো বলা হয়েছে, উত্তর-পূর্বাঞ্চলের সুরমা ও কুশিয়ারা নদীসমূহের পানি সমতল হ্রাস আগামী ৪৮ ঘণ্টা অব্যাহত থাকতে পারে। ফলে সিলেট ও সুনামগঞ্জ জেলার নিম্নাঞ্চলের কয়েকটি স্থানে বিদ্যমান বন্যা পরিস্থিতির উন্নতি ঘটতে পারে।

এদিকে মেঘনা অববাহিকার ও দক্ষিণ-পূর্বাঞ্চলীয় পাহাড়ি অববাহিকার প্রধান নদীসমূহের পানি সমতল হ্রাস পাচ্ছে।