নড়াইলে ‘বন্দুকযুদ্ধে’ ‘মাদকবিক্রেতা’ নিহত

Looks like you've blocked notifications!

নড়াইল সদরের লস্কারপুর বালু মাঠ এলাকায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে সন্দেহভাজন এক মাদকবিক্রেতা নিহত হয়েছেন। গতকাল শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত মাদকবিক্রেতা নড়াইল সদরের চিলগাছা-রঘুনাথপুর গ্রামের গোলাম মোস্তফা (৪৮)।

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে একটি পাইপগান, দুটি গুলি, তিনটি গুলির খোসা এবং ৫৩টি ইয়াবা উদ্ধার করা হয়েছে।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) ও থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন কয়েকজন মাদকবিক্রেতা লস্কারপুর বালু মাঠ এলাকায় অবস্থান করছে। সেখানে উপস্থিত হলে মাদকবিক্রেতা ও সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও আত্মরক্ষার্থে গুলি চালায়। উভয়পক্ষের মধ্যে গোলাগুলি হয়। এক পর্যায়ে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ এক সন্ত্রাসীকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। নড়াইল সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি আরো জানান, বন্দুকযুদ্ধের সময় থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মিন্টু, ডিবির সহকারী উপপরিদর্শক (এএসআই) আবদুর রহমান, মোস্তফা কামাল ও নাহিদ নেওয়াজ এবং কনস্টেবল ওলিয়ার আহত হয়েছেন। আহত পুলিশ সদস্যদের নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।