চট্টগ্রামে পৌঁছেছে দুই প্রবাসীর মরদেহ

Looks like you've blocked notifications!

সংযুক্ত আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় নিহত তিন বাংলাদেশির মধ্যে দুজনের মরদেহ চট্টগ্রামে পৌঁছেছে। আজ মঙ্গলবার সকাল পৌনে ৭টায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তাঁদের মরদেহ আনা হয়। এ সময় নিহতের স্বজনরা লাশ গ্রহণ করে কান্নায় ভেঙে পড়েন।

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো বিভাগের কর্মকর্তা সাইফুল আলম জানান, বাংলাদেশ বিমানের বিজি-০২৮ ফ্লাইটে দুজনের মরদেহ আনা হয়। আনুষ্ঠানিক কাজ শেষ করে স্বজনদের কাছে দুই প্রবাসীর মরদেহ তুলে দেওয়া হয়েছে।

নিহত দুজনের মধ্যে আকতার হোসেনের লাশ চট্টগ্রামে গ্রামের বাড়ি হাটহাজারীর ধলই হাধুরখিলে নিয়ে যাওয়া হয়েছে। বাদ জোহর জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে। আর ফরহাদ মিয়ার লাশ তাঁর গ্রামের বাড়ি রাউজানের নোয়াপাড়ায় নিয়ে যাওয়া হয়েছে।

আকতার হোসেনের বড় ভাই শওকত আকবর জানান, এবারের কোরবানির ঈদে তাঁর বাড়ি আসার কথা ছিল। কিন্তু লাশ হয়ে তাঁর ছোট ভাই বাড়ি ফিরল। এটি এখন তাঁদের বড় আক্ষেপ। তাঁর আরেক ভাই রহমত আলী জানান, আকতার হোসেনের দুই মেয়ে রয়েছে।

গত ২ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতের আল-আইনে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিন প্রবাসী নিহত হন। তাঁদের মধ্যে হাটহাজারীর আকতার হোসেন, রাউজানের ফরহাদ মিয়ার মরদেহ আনা হলেও মো. ইলিয়াছের মরদেহ এখনো চট্টগ্রাম এসে পৌঁছায়নি।