স্বাস্থ্য পরীক্ষার জন্য লন্ডনে রাষ্ট্রপতি

Looks like you've blocked notifications!
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। পুরোনো ছবি

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ স্বাস্থ্য পরীক্ষা ও চোখের চিকিৎসার জন্য আট দিনের সফরে শনিবার লন্ডন পৌঁছেছেন।

রাষ্ট্রপতির সহকারী প্রেস সচিব ইমরানুল হাসান বাসসকে বলেন, ‘স্থানীয় সময় বিকেল ৪টা ৪৫ মিনিটের দিকে রাষ্ট্রপতিকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ভিভিআইপি ফ্লাইট ব্রিটিশ রাজধানীর হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।’

লন্ডনে বাংলাদেশের হাইকমিশনার মো. নাজমুল কাওনাইন বিমানবন্দরে রাষ্ট্রপতিকে স্বাগত জানান।

আবদুল হামিদের লন্ডনে মুরফিল্ড চক্ষু হাসপাতাল ও বুপা ক্রমওয়েল হাসপাতালে চিকিৎসা গ্রহণের কথা রয়েছে।

এর আগে রাষ্ট্রপতি আজ সকাল ১০ টা ৫৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশে রওনা দেন।

ইমরানুল হাসান বলেন, ‘রাষ্ট্রপতির আগামী ১৫ জুলাই দেশে ফেরার কথা রয়েছে।’

এর আগে ৭৪ বছর বয়স্ক রাষ্ট্রপতি হামিদ গত অক্টোবরে স্বাস্থ্য পরীক্ষার জন্য সেখানে গিয়েছিলেন।

আবদুল হামিদ দীর্ঘদিন যাবৎ চোখের গ্লুকোমা সমস্যায় ভুগছেন। তিনি জাতীয় সংসদের স্পিকার থাকার সময় থেকে লন্ডনে স্বাস্থ্য পরীক্ষা করে আসছেন।