নীলফামারীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু
নীলফামারীতে নালায় গোসল করতে গিয়ে হাসিবুল (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত হাসিবুল সৈয়দপুর পৌর এলাকার কয়ানিজপাড়া মহল্লার দোলাপাড়ার আবদুল খালেকের ছেলে।
প্রতিবেশীরা জানায়, আজ মঙ্গলবার দুপুরে বেশ কয়েকজন শিশু ফাইলেরিয়া হাসপাতাল সংলগ্ন নালায় গোসল করতে নামে। এক সময় শিশুটি পানিতে তলিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ৫০০ গজ দূরে শিশুটির লাশ পানিতে ভাসতে থাকলে জেলেরা লাশ উদ্ধার করে।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসমাইল হোসেন বিষয়টি নিশ্চিত করেন।