মহানন্দার তীরে অভিযান, পোড়ানো হলো এক্সাভেটর-ট্রাক্টর

Looks like you've blocked notifications!
চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা নদী এলাকায় আজ মঙ্গলবার অবৈধভাবে বালু উত্তোলন ও মাটি কাটার কাজে ব্যবহার করা একটি এক্সাভেটর ও একটি ট্রাক্টর পুড়িয়ে দেন ভ্রাম্যমাণ আদালত। ছবি : এনটিভি

চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার বারঘরিয়া এলাকার মহানন্দা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও মাটি কাটার কাজে ব্যবহার করা একটি এক্সাভেটর ও একটি ট্রাক্টর পুড়িয়ে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ঘটনাস্থল থেকে আরো একটি ট্রাক্টর জব্দ করা হয়।

আজ মঙ্গলবার সকালে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান মাসুদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের একটি দল এ অভিযান চালান।  

পুলিশ জানায়, সদর উপজেলার বারঘরিয়া এলাকায় মহানন্দা নদী থেকে অবৈধভাবে মাটি কাটা ও বালু উত্তোলন করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান মাসুদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের একটি দল আজ সকালে এ অভিযান চালায়। তাদের দেখে অবৈধভাবে মাটি কাটা ও বালু উত্তোলনের সঙ্গে জড়িত ব্যক্তিরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে একটি মাটি কাটার এক্সাভেটর ও একটি ট্রাক্টর জব্দ করা হয়। পরে তা পুড়িয়ে দেওয়া হয়।