নাটোরে ‘বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী’ নিহত

Looks like you've blocked notifications!

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় কথিত বন্দুকযুদ্ধে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে দাবি করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

গতকাল মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে উপজেলার বাহিমালী এলাকার কাঁচা রাস্তায় এ কথিত বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে বলে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে দাবি করা হয়েছে।

র‍্যাবের আরো দাবি, ‘বন্দুকযুদ্ধে’ নিহত ওসমান গণি একজন মাদক ব্যবসায়ী ছিলেন।

আজ বুধবার সকালে র‌্যাব-৫ নাটোর ক্যাম্পের কমান্ডার মেজর শিবলী মোস্তফা দাবি করেন, রাতে তাঁদের একটি দল উপজেলার বাহিমালী এলাকার কাঁচা রাস্তায় টহল দিচ্ছিল। এ সময় তাঁরা টর্চ জ্বালিয়ে কয়েকজন লোককে আনাগোনা করতে দেখেন। র‍্যাবকে দেখে লোকগুলো পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

‘তখন র‌্যাব সদস্যরা তাদের আত্মসমর্পণের আহ্বান জানান। কিন্তু তাঁরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি চালান। র‌্যাবও পাল্টা গুলি চালায়।’

র‍্যাব কমান্ডার আরো দাবি করেন, কিছুক্ষণ গোলাগুলির পর সেখানে গুলিবিদ্ধ একজনকে পড়ে থাকতে দেখেন র‌্যাব সদস্যরা। তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে পুলিশ গিয়ে ওসমানকে শনাক্ত করে।

এ ঘটনায় মনজুর আহমেদ ও এনামুল হক নামের দুই র‌্যাব সদস্যও আহত হন বলে দাবি করেছে র‌্যাব।