‘এ দুর্নীতি দমন কমিশনে কাজ হবে না’

Looks like you've blocked notifications!
আজ বুধবার বিকেলে চট্টগ্রাম জেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) আয়োজিত সংবর্ধনা সভায় ড. মইনুল ইসলাম। ছবি : এনটিভি

একুশে পদকপ্রাপ্ত অর্থনীতিবিদ ড. মইনুল ইসলাম বলেছেন, ‘আমি যখন শেখ হাসিনার সমালোচনা করি, আমি বারবার বলি যে আপনি ওই ২০০৭-০৮ সালে দুর্নীতি দমন কমিশন যেভাবে নাড়া দিয়েছিল, আপনি সে দুর্নীতি দমন কমিশনের গলা টিপে মেরে ফেলেছেন। এই দুর্নীতি দমন কমিশন দিয়ে দুর্নীতি দমন হবে না।’

আজ বুধবার বিকেলে চট্টগ্রাম জেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) আয়োজিত সংবর্ধনা সভায় ড. মইনুল ইসলাম এ কথা বলেন।

দুর্নীতি আর পুঁজি লুণ্ঠনই দেশকে পেছনে নিয়ে যাচ্ছে উল্লেখ করে ড. মইনুল ইসলাম বলেন, ‘কারো বিরুদ্ধে প্রপাগাণ্ডা করছি না। কারো বিরুদ্ধে শত্রুতা নেই। কিন্তু আমার দেশের উন্নয়নকে থামিয়ে দিচ্ছে, এই দুর্নীতি-পুঁজিলুটেরা এবং পুঁজিপাচার। না হয় বাংলাদেশ ১৯৮০-এর দশকেই উন্নয়নশীল দেশ হয়ে যাওয়ার কথা ছিল। ১৯৭৫ সালে বঙ্গবন্ধু যখন আমাদের রিচ ডেভেলপমেন্ট কান্ট্রিতে অন্তর্ভুক্ত করেছিলেন, তিনি সরাসরি বলেছিলেন এক দশকের মধ্যে ইনশা আল্লাহ আমি এই দেশটাকে উন্নয়নশীল দেশে রূপান্তর করব। কিন্তু সেই এক দশকের জায়গায় আমাদের কেন ৪৩ বছর লাগল? এই দুর্নীতি আর পুঁজি লুণ্ঠনের জন্য। অতএব আপনাদেরও আমি বলব যে বাংলাদেশের পথের এই এক নম্বর বাধাগুলো আমাদের দূর করতে হবে।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে মইনুল ইসলাম বলেন, ‘আপনি দুর্নীতি দমনকে এক নম্বরে অগ্রাধিকার দিন। আপনার পপুলারিটি যেটা সেটাও নষ্ট হবে না। আপনি আবার নির্বাচিত হয়ে আসবেন। এবং বাংলাদেশকে আপনি উন্নয়নের পথে নিয়ে যেতে পারবেন।’ 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন চট্টগ্রাম মহানগর দায়রা জজ আকবর হোসেন মৃধা। এ ছাড়া অনুষ্ঠানে কথা বলেন জেলা ও দায়রা জজ মুন্সি আবদুল মজিদ, বিভাগীয় বিশেষ জজ রুহুল আমিন, মুখ্য মহানগর হাকিম মো. ওসমান গনি ও অ্যাডভোকেট রেজাউল করিম।