তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ
নীলফামারী সদর উপজেলায় তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে পঞ্চাশোর্ধ্ব এক বৃদ্ধ ধর্ষণ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে প্রভাবশালী মহল। তবে আজ মঙ্গলবার দুপুরে পুলিশের সহায়তায় জেলা নারী উন্নয়ন ফোরামের সদস্যরা শিশুটিকে উদ্ধার করে।
এ ব্যাপারে শিশুটির বাবা বাদী হয়ে নীলফামারী থানায় মামলা করেছেন। আহত অবস্থায় শিশুটিকে সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মামলার বরাত দিয়ে নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান পাশা জানান, গতকাল সোমবার স্কুলের টিফিনের সময় ইব্রাহিম বিস্কুট খাওয়ানোর লোভ দেখিয়ে দোকানে শিশুটিকে ধর্ষণ করে। শিশুটির সহপাঠীরা বিষয়টি বুঝতে পেরে স্কুলের শিক্ষকদের জানায়। এরপর শিক্ষক ও এলাকাবাসী দোকান থেকে শিশুটিকে উদ্ধার এবং ইব্রাহিমকে আটক করে।
এরপর একটি প্রভাবশালী মহল ঘটনাস্থলে এসে সবাইকে হুমকি-ধমকি দিয়ে শিশুসহ ইব্রাহিমকে তাদের হেফাজতে নিয়ে নেয়। পাশাপাশি দরিদ্র পরিবারটি যেন অভিযোগ করতে না পারে সে জন্য তাদের আটকে রাখে।
ওসি আরো জানান, খবর পেয়ে আজ দুপুরে পুলিশ ঘটনাস্থল থেকে শিশু ও তার বাবাকে উদ্ধার করে। কিন্তু পুলিশের উপস্থিতি টের পেয়ে ইব্রাহিম ও প্রভাবশালীরা গা-ঢাকা দেয়।