কুবি শিক্ষকদের ক্লাস বর্জন, মৌন মিছিল
অষ্টম জাতীয় বেতন কাঠামোতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অবমূল্যায়নের প্রতিবাদে এবং স্বতন্ত্র বেতন কাঠামোর দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষকরা।
সে সঙ্গে আজ বুধবার সকাল ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির ব্যানারে মৌন মিছিল ও কালো পতাকা উত্তোলন কর্মসূচিও পালন করা হয়েছে।
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী গতকাল মঙ্গলবারও ক্লাস-পরীক্ষা নেওয়া থেকে বিরত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি দুলাল চন্দ্র নন্দী ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাজী ওমর সিদ্দিকী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অষ্টম জাতীয় বেতন কাঠামোতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অবমূল্যায়নের প্রতিবাদে এবং স্বতন্ত্র বেতন কাঠামো বাস্তবায়নের দাবিতে ৯ সেপ্টেম্বর বুধবার থেকে ১৩ সেপ্টেম্বর রোববার পর্যন্ত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা বর্জন করা হলো। সে সঙ্গে কালো পতাকা উত্তোলন কর্মসূচি পালন করবেন কুবি শিক্ষকরা।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেতারা আগামী ১৩ সেপ্টেম্বর ঢাকায় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের কেন্দ্রীয় কর্মসূচিতে অংশ নেবেন।