পাবনায় অস্ত্র ও গুলি উদ্ধার, গ্রেপ্তার ১

Looks like you've blocked notifications!
পাবনার সুজানগর উপজেলার চরভবানীপুর এলাকা থেকে আজ শুক্রবার ভোররাতে অস্ত্র ও গুলি উদ্ধার করেছে র‌্যাব। ছবি : এনটিভি

পাবনার সুজানগর উপজেলার চরভবানীপুর এলাকায় বিশেষ অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ সময় শহিদ শেখ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

আজ শুক্রবার ভোররাতে এই অভিযান চালানো হয়। গ্রেপ্তার হওয়া শহিদ শেখ চরভবানীপুর এলাকার বাসিন্দা।

অভিযানের বিষয়ে পাবনা র‌্যাব-১২ এর পাবনা কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট মো. রুহুল আমিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের দল ভোররাতে পাবনা সুজানগর উপজেলার চরভবানীপুর এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে শহিদ শেখকে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করা হয়। সে সময় তাঁর কাছ থেকে একটি রিভলবার, পাঁচটি গুলি, ১০টি কার্তুজ, একটি চাপাতি ও একটি ছুরি উদ্ধার করা হয়।

রুহুল আমিন আরও বলেন, গ্রেপ্তার হওয়া শহিদ দীর্ঘদিন ধরে এলাকায় অবৈধ অস্ত্র, গুলি ও কার্তুজ নিজ হেফাজতে রেখে জনমনে ত্রাস সৃষ্টি করে আসছিলেন। স্থানীয় লোকজন তাঁর ভয়ে কোনো কথা বলতো না। এ ব্যাপারে সুজানগর থানায় অস্ত্র আইনে একটি মামলা করা হয়েছে।