মৌলভীবাজারে জমি নিয়ে বিরোধে দুজন খুন

Looks like you've blocked notifications!
মৌলভীবাজার সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের পম্মদপুরে আজ শনিবার জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে দুইজন খুন হয়েছেন। হাসপাতালে স্বজনদের আহাজারি। ছবি : এনটিভি

মৌলভীবাজার সদর উপজেলার খলিলপুর ইউনিয়নে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে দুইজন খুন হয়েছেন। এ সময় আহত হয়েছেন ৩০ জন।

আজ শনিবার উপজেলার পম্মদপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গ্রামের লেবাস মিয়া ও এলাইছ মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে হাওর এলাকার সরকারি জমি দখল নিয়ে বিরোধ চলে আসছিল। তারই জের ধরে আজ সকাল সাড়ে ৯টার দিকে উভয় পক্ষের সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন।

কয়েক ঘণ্টার রক্তক্ষয়ী মারামারি শেষে পুলিশ ও এলাকাবাসীর হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।    এলাকাবাসী এ বিরোধকে কেন্দ্র করে আবারো সংঘর্ষের আশঙ্কা করছেন বলে বর্তমানে সেখানে পুলিশ মোতায়ন করা  হয়েছে।

মৌলভীবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাশেদুল ইসলাম ও খলিলপুর ইউনিয়নের চেয়ারম্যান অরবিন্দু পোদ্দার বাচ্চু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এ ঘটনায় নিহত ব্যক্তিরা হলেন লেবাস মিয়ার পক্ষের সফিকুর রহমান ও এলাইছ মিয়ার পক্ষের আব্দুল মালিক। বর্তমানে তাঁদের লাশ মৌলভীবাজার সদর হাসপাতালে মর্গে রাখা হয়েছে।

ঘটনার পর আহতদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।