সিলেটে ছাত্রলীগ-ছাত্রশিবিরের ধাওয়া-পাল্টা ধাওয়া

Looks like you've blocked notifications!

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে নিজ নিজ প্রার্থীর পক্ষে প্রচারণা চালানোর সময় নগরীর দর্শন দেউড়ি এলাকায় ছাত্রশিবিরের নেতাকর্মীদের সঙ্গে ছাত্রলীগ- যুবলীগ নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে আম্বরখানার দর্শন দেউড়ি ও হাউজিং এস্টেট এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। গতকাল রোববার রাত সোয়া ৮টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রাতে এশার নামাজের পর দর্শন দেউড়ি এলাকায় মসজিদের সামনে যুবলীগ নেতাকর্মীরা নৌকার লিফলেট বিতরণ করছিলেন। একই সময়ে সেখানে মহানগর জামায়াতের আমির স্বতন্ত্র মেয়র প্রার্থী এহসানুল মাহবুব জুবায়েরের লিফলেট বিতরণ করছিলেন ছাত্রশিবিরের নেতাকর্মীরা। এসময় মানুষের ভিড়ের মধ্যে উভয়পক্ষের নেতাকর্মীদের মধ্যে ধাক্কাধাক্কি হয়। এর জের ধরে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনার পর দুই পক্ষ আলাদা স্থানে অবস্থান নেয়। শিবিরের কর্মীরা অস্ত্র-শস্ত্র নিয়ে হাউজিং এস্টেট থেকে পীরমহল্লার দিকে গেছে।

অপরদিকে, যুবলীগের নেতাকর্মীরা হাউজিং এস্টেটের মুখে অবস্থান নিয়েছে।

রাতে এ বিষয়ে মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার জ্যোতির্ময় সরকার বলেন, ‘আমরা এ ঘটনা সম্পর্কে কিছু জানি না, খবর নিয়ে দেখছি।’

জামায়াতের পক্ষ থেকে মহানগর জামায়াতের প্রচার সম্পাদক ফখরুল ইসলাম দাবি করেছেন, ছাত্রলীগ ও যুবলীগের হামলায় তাদের চার কর্মী আহত হয়েছেন। এ হামলার ঘটনায় তারা নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ করবেন বলে জানান তিনি।