মানিকগঞ্জে চিকিৎসকদের অংশগ্রহণে প্রীতি ফুটবল ম্যাচ

Looks like you've blocked notifications!
প্রীতি ফুটবল খেলা শেষে ব্রাজিল সমর্থক দলের অধিনায়ক মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালের আরএমও ডা. লুৎফর রহমানকে নিয়ে উল্লাস। ছবি : এনটিভি

মানিকগঞ্জে চিকিৎসকদের অংশগ্রহণে প্রীতি ফুটবল খেলা হয়েছে। এতে ব্রাজিল সমর্থক দল ৩-১ গোলের ব্যবধানে আর্জেন্টিনা সমর্থক দলকে পরাজিত করে।

আজ সোমবার বিকেলে জেলার শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে এই খেলা হয়। খেলায় ব্রাজিল সমর্থক দলের পক্ষে গোল করেন ডা. লুৎফর রহমান, শাহজাহান ও মনির। আর্জেন্টিনা সমর্থক দলের পক্ষে গোলটি করেন ডা. কহিনূর। খেলায় সেরা খেলোয়াড় নির্বাচিত হন ব্রাজিল সমর্থক দলের অধিনায়ক মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. লুৎফর রহমান।

খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন হাসপাতালটির তত্ত্বাবধায়ক ডা. সাইফুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুদেব কুমার সাহা, ডা. পংকজ কুমার মজুমদার, ডা. মানবেন্দ্র সরকার মানব, মানিকগঞ্জ প্রেসক্লাবের সহসভাপ‌তি আহ‌মেদ সা‌ব্বির সো‌হেল, প্রাক্তন সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিশ্বাস, সি‌নিয়র সাংবা‌দিক ম‌তিউর রহমান, অপসোনিনের এরিয়া ম্যানেজার মাহফুজুর রহমান।

মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালের চিকিৎসক, কর্নেল মালেক মেডিকেল কলেজের শিক্ষার্থী, হাসপাতালটির নার্স, অন্যান্য স্টাফ এবং বিপুল দর্শক এই প্রীতি ফুটবল ম্যাচ উপভোগ করেন।

অপসোনিনের সহযোগিতায় এই প্রীতি ফুটবল খেলার আয়োজন করে মানিকগঞ্জ জেলা সদর হাসপাতাল।