মিট দ্য প্রেসে স্বরাষ্ট্রমন্ত্রী

খালেজা জিয়া গুরুতর অসুস্থ, তথ্যটি সঠিক নয়

Looks like you've blocked notifications!
ঢাকা রিপোর্টার্স ইউনিটির নিয়মিত আয়োজন মিট দ্য প্রেসের এবারের অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। ছবি : এনটিভি

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া গুরুতর অসুস্থ, তথ্যটি সঠিক নয় বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। আজ মঙ্গলবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) মিট দ্য প্রেস অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সাবেক প্রধানমন্ত্রী নতুন কোনো রোগেও আক্রান্ত হননি জানিয়ে তাঁর চিকিৎসার সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী।

ডিআরইউর নিয়মিত আয়োজন মিট দ্য প্রেসে এবারের অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী অনুষ্ঠানের শুরুতে মাদক নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা রক্ষায় মন্ত্রণালয়ের নেওয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন। বর্তমানে দেশে সন্ত্রাস ও জঙ্গি তৎপরতা নিয়ন্ত্রণে আছে দাবি করে তিনি বলেন, পুরোপুরি নির্মূল করতে কাজ করছে সরকার।

আসাদুজ্জামান খাঁন বলেন, ‘আমরা বুক ফুলিয়ে বলতে পারি যে আমরা সেই জায়গাটিতে আসছি—আমাদের যত সন্ত্রাস বলুন, জঙ্গি বলুন আমাদের কন্ট্রোলে চলে আসছে। এখনো কিন্তু আমাদের অভিযান চলছে। আপনারা মাঝেমাঝেই টের পাচ্ছেন।’

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘উনি (খালেদা জিয়া) কঠিন অবস্থায় আছেন, অসুস্থ—এই কথাটি সঠিক নয়। তিনি যে সমস্ত রোগে আক্রান্ত, সেগুলো নিয়েই তিনি চলছেন। জেলের নীতিমালা অনুযায়ী যা আছে, সরকারি সর্বোচ্চ ব্যবস্থা আমরা করেছি। সর্বোচ্চ ব্যবস্থা যেটার নাকি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কোনো প্রয়োজন হলে সিএমএইচে (সম্মিলিত সামরিক হাসপাতাল) চলে যান। সেখানেও তিনি যাওয়ার জন্য অস্বীকৃতি জ্ঞাপন করেছেন।’

মাদকের গডফাদারদের গ্রেপ্তার করা হচ্ছে না—এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, পরিপূর্ণ প্রমাণ সংগ্রহ করে শিগগিরই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আর মাদকের সঙ্গে জড়িত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি। মন্ত্রী বলেন, ‘যাদের বিরুদ্ধে এ ধরনের খবর হচ্ছে, তাদের ডিপার্টমেন্টাল অ্যাকশন (বিভাগীয় পদক্ষেপ) শুরু হয়ে গিয়েছে। তাদের সাসপেন্ড হচ্ছে। তাদের দু-একজন কারাগারে অন্তরীণ হয়ে গিয়েছে।’

বঙ্গবন্ধু হত্যা মামলায় পলাতক দণ্ডপ্রাপ্তদের শিগগিরই ফিরিয়ে আনতে কাজ চলছে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

গ্রেপ্তার অভিযান সম্পর্কে মন্ত্রী বলেন, সিটি করপোরেশন নির্বাচনের আগে অভিযোগ ছাড়া কাউকে গ্রেপ্তার করা হবে না। তিনি আরো বলেন, ‘একদম নিশ্চিত থাকুন, ওয়ারেন্ট ছাড়া, অভিযোগ ছাড়া কাউকেই নির্বাচনের আগে আগে গ্রেপ্তার করা হয় না।’

রোহিঙ্গা সংকট প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আন্তর্জাতিক হস্তক্ষেপের মাধ্যমে বিষয়টি সুরাহা করার চেষ্টা করা হচ্ছে। তিনি বলেন, ‘ইন্টারন্যাশনাল টেররিস্ট যারা, তারা আমাদের নজরদারিতে আছে। আমরা আমাদের ক্যাপাসিটি অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি এবং যেসমস্ত এনজিও এদের সহযোগিতা করছে, তাদের ব্ল্যাকলিস্ট করে তাদের আমরা বাড়িও পাঠিয়ে দিচ্ছি।’

এ ছাড়া অনুষ্ঠানে কারাবন্দি সমস্যার সমাধান, পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) মিজান প্রসঙ্গ ও সাংবাদিক সাগর-রুনী হত্যাকাণ্ডের রহস্য দ্রুত উন্মোচনের আশ্বাস দেন মন্ত্রী।