র‌্যাব চেকপোস্টে হামলা, তদন্ত প্রতিবেদন ২৭ আগস্ট

Looks like you've blocked notifications!

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) খিলগাঁও চেকপোস্টে বিস্ফোরক নিয়ে অনুপ্রবেশের চেষ্টার ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ২৭ আগস্ট দিন ধার্য করেছেন আদালত।

আজ মঙ্গলবার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম কায়সারুল ইসলাম এ দিন ধার্য করেন। আজ এ আদালতে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। কিন্তু তদন্ত কর্মকর্তা প্রতিবেদন দাখিল না করায় বিচারক নতুন করে দিন ধার্য করেন।

ঢাকার অপরাধ, তথ্য ও প্রসিকিউশন বিভাগের উপকমিশনার আনিসুর রহমান এনটিভি অনলাইনকে এ বিষয়টি জানিয়েছেন।

মামলার নথি থেকে জানা যায়, গত বছরের ১৮ মার্চ রাজধানীর খিলগাঁওয়ের শেখের জায়গায় মোটরসাইকেলে করে এক যুবক বিস্ফোরক নিয়ে র‌্যাব ৩-এর চেকপোস্টে অনুপ্রবেশের চেষ্টা করেন।

এ সময় চেকপোস্টে থাকা র‌্যাব সদস্যদের গুলিতে ওই যুবক নিহত হন।

এ ঘটনায় খিলগাঁও থানায় র‌্যাব ৩-এর উপসহকারী পরিচালক (ডিএডি) কাজী হাসানুজ্জামান বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করেন।