রাজশাহীতে ককটেল হামলার ঘটনায় মামলা

Looks like you've blocked notifications!
ককটেল বিস্ফোরণে আহতদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়। গতকাল মঙ্গলবারের ছবি। ছবি : এনটিভি

রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে (রাসিক) বিএনপির মেয়র প্রার্থীর পক্ষে গণসংযোগের প্রাক্কালে পথসভায় ককটেল হামলার ঘটনায় অজ্ঞাত আটজনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। বোয়ালিয়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) শামীম হোসেন বাদী হয়ে মঙ্গলবার রাতে থানায় বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাটি দায়ের করেন।

পুলিশ বলছে, যারা ককটেল বিস্ফোরণ ঘটিয়েছিলেন, তারা চারটি মোটরসাইকেলে ছিলেন। প্রতিটি মোটরসাইকেলে তারা দুজন করে বসেছিলেন। ওই হিসাবে মামলায় আটজনকে আসামি করা হয়েছে। তবে তাদের কাউকেই এখন পর্যন্ত শনাক্ত করা যায়নি বলে জানিয়েছেন বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমান উল্লাহ। তিনি বলেন, ‘পুলিশ তাদের গ্রেপ্তারের চেষ্টা করছে।’

গতকাল মঙ্গলবার সকাল সোয়া ১০টার দিকে নগরীর সাগরপাড়া বটতলার মোড়ে জেলা ছাত্রদল রাসিক মেয়র প্রার্থী মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুলের পক্ষে গণসংযোগের জন্য সমবেত হয়। গণসংযোগ শুরুর আগে সকাল সাড়ে ১০টার দিকে জেলা ছাত্রদলের সভাপতি রেজাউল করিম টুটুলের নেতৃত্বে পথসভা শুরু করে ছাত্রদল। সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত উপস্থিত ছিলেন। সভায় রুহুল কুদ্দুস তালুকদার দুলু বক্তব্য শুরু করার পর পরই বিকট শব্দে পরপর তিনটি ককটেল বিস্ফোরিত হয়। এতে এক সংবাদকর্মীসহ পাঁচজন আহত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, চারটি মোটরসাইকেলে মুখে রুমাল বাধা সশস্ত্র আটজন যুবক ককটেলগুলোর বিস্ফোরণ ঘটিয়ে টিকাপাড়া রাস্তা দিয়ে সাগরপাড়া জামে মসজিদের পাশ দিয়ে পালিয়ে যায়।