ভারতে শিশু পাচার চেষ্টা, নারীর যাবজ্জীবন

Looks like you've blocked notifications!

ভারতে শিশু পাচারের চেষ্টার দায়ে সাতক্ষীরায় এক নারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ওই নারীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ মঙ্গলবার সাতক্ষীরা জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক হোসনে আরা আক্তার এই রায় দেন।

সাজাপ্রাপ্ত নারীর নাম আফরোজা ওরফে তাসলিমা। তাঁর বাড়ি সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার রতনপুর গ্রামে।

মামলার বিবরণ দিয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) জহুরুল হায়দার জানান, ২০০৩ সালের ৬ মার্চ এক শিশুকে পাচারের চেষ্টা করে তাসলিমা।  শ্যামনগরের পরানপুর গ্রামের এক শিশুকে ফুঁসলিয়ে সাতক্ষীরার ভারতীয় সীমান্তে নিয়ে যান তিনি। পরে পুলিশ তাঁকে আটক করে। ওই মামলায় তাসলিমাকে যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়।