যুক্তরাজ্যে মেডিকেল চেকআপ শেষে ফিরেছেন রাষ্ট্রপতি

Looks like you've blocked notifications!

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ যুক্তরাজ্যে মেডিকেল চেকআপ শেষে দেশে ফিরেছেন। রাষ্ট্রপতির ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ বলেন, রাষ্ট্রপতিকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ভিভিআইপি ফ্লাইট আজ বৃহস্পতিবার সকাল সোয়া ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ নাজমুল কাওনাইন গতকাল বুধবার রাতে লন্ডনে হিথরো আন্তর্জাতিক বিমানবন্দরে রাষ্ট্রপতিকে বিদায় জানান।

শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, কূটনৈতিক কোরের ডিন এবং বাংলাদেশে ভ্যাটিকানের রাষ্ট্রদূত, ঢাকায় ব্রিটিশ হাইকমিশনার, তিন বাহিনীর প্রধানরা, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), ঊর্ধ্বতন বেসামরিক ও সামরিক কর্মকর্তারা বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্জে রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানান।

রাষ্ট্রপতি হামিদ গত ৭ জুলাই লন্ডনে যান, সেখানে বুপা ক্রমওয়েল হসপিটালে মেডিকেল চেকআপ এবং মোরফিল্ড আই হসপিটালে চোখের চিকিৎসার জন্য ১২ দিন অবস্থান করেন।