ওষুধের পরিবর্তে বিষ, প্রাণ গেল শিশু ছেলের

Looks like you've blocked notifications!
রাঙামাটি শহরের মুন্না ও তাঁর শিশু ছেলে জাহিদ হোসেন আলিফ। ছবি : সংগৃহীত

অসুস্থ সন্তানকে ওষুধের পরিবর্তে ভুল করে বিষ পান করিয়েছিলেন মা। আর তাতেই  প্রাণ গেল এক বছর বয়সী জাহিদ হোসেন আলিফের। আজ বৃহস্পতিবার রাঙামাটি শহরের কলেজ গেইট মন্ত্রিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আলিফের মা বিবি আয়শা বলেন, ‘আমার ছেলে কয়েকদিন ধরে জ্বরে আক্রান্ত ছিল। তাকে রোজ তিন বেলা ওষুধ খাওয়াতে হতো। ঘরের সামনের পেঁপে গাছে পোকা আসায় গাছের পোকা মারার জন্য ওর বাবা বাসডিন বিষ এনেছিল। সব ওষুধ এক সঙ্গে রাখায় আমি আলিফকে যখন ওষুধ খাওয়াতে যাই, তখন ভুল করে ছেলেকে পোকা মারার ওষুধ খাওয়ায়ে দিয়েছি। তার পরই আমার ছেলে আরো অসুস্থ হয়ে পড়ে। এরপর তাকে রাঙামাটি সদর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

রাঙামাটি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বেলাল হোসেন টিটু বলেন, ‘আমার এলাকার মুন্নার এক বছরের সন্তান আলিফকে তাঁর মা ভুল করে বিষ পান করিয়ে দেওয়ায় শিশুটি মারা যায়। অনেক চেষ্টার পরও শিশুটিকে বাঁচানো সম্ভব হয়নি।’

কাউন্সিলর বলেন, ‘আমার মনে হয় সন্তানের বাবা-মাকে আরো সচেতন হতে হবে। এমন ছোট সন্তান বাড়িতে থাকলে আরো বেশি সতর্ক হতে হবে অভিভাবকদের।’

রাঙামাটির সদর জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) শওকত আকবর জানিয়েছেন, দুপুরের দিকে হাসপাতালে আলিফকে আনা হয়। আমরা অনেকক্ষণ চেষ্টা করার পরও তাকে বাঁচাতে পারিনি। তার শরীরজুড়ে বিষ ছড়িয়ে পড়েছিল।

রাঙামাটির কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) শাহ জালাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আমরা ঘটনা শোনার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়েছি। প্রাথমিকভাবে আলিফের মা তাকে ভুল করে বিষ খাইয়ে দিয়েছে বলে মনে হয়েছে।’