পটুয়াখালীতে স্ত্রীর মামলায় ছাত্রলীগ নেতা জেলে

Looks like you've blocked notifications!

পটুয়াখালীতে স্ত্রীর দায়ের করা নারী নির্যাতন মামলায় পটুয়াখালী জেলা ছাত্রলীগের স্কুলবিষয়ক সম্পাদক শহিদুল ইসলামকে জেলহাজতে পাঠিয়েছেন আদালত।

শহিদুল ইসলাম বুধবার পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে হাজির হলে বিচারক ইফতারুল ইসলাম মল্লিক তাঁর জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর আদেশ দেন।

বাদীপক্ষের আইনজীবী সুব্রত শীল জানান, ২০০৯ সালে গলাচিপা উপজেলার গোলখালীর ইসরাত জাহান লাকীর সঙ্গে পারিবারিক সম্মতিতে ছাত্রলীগের নেতা শহিদুল ইসলামের বিয়ে হয়। কিন্তু বিয়ের পর থেকেই পারিবারিক কলহ লেগেই থাকত। নানা অজুহাতে লাকীকে নির্যাতন করতেন শহিদুল।

এর পরিপ্রেক্ষিতে চলতি বছরের ১৯ ফেব্রুয়ারি স্ত্রী ইসরাত জাহান লাকী বাদী হয়ে পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে একটি মামলা করেন। ওই মামলার আসামি ছাত্রলীগ নেতা শহিদুল ইসলাম দীর্ঘদিন পর বুধবার দুপুর ১২টার দিকে আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। ওই আদালতের বিচারক ইফতারুল ইসলাম মল্লিক তাঁর জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠান।