ভাষা দিবসে শিশুদের ‘হাতেখড়ি’

Looks like you've blocked notifications!
মহান শহীদ দিবস ও আর্তিক মাতৃভাষা দিবসে আজ শনিবার ছোট শিশুদের বর্ণমালার সঙ্গে পরিচয় করিয়ে দিতে ‘হাতেখড়ি’ অনুষ্ঠান করে পাবনা গণশিল্পী সংস্থা। ছবি : এনটিভি

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ছোট শিশুদের বর্ণমালার সঙ্গে পরিচয় করিয়ে দিতে ‘হাতেখড়ি’ অনুষ্ঠান করেছে পাবনা গণশিল্পী সংস্থা।
 
আজ শনিবার পাবনা বইমেলা প্রাঙ্গণে অর্ধশত শিশুকে হাতেখড়ি দেওয়া হয়। এ সময় বক্তব্য দেন গণশিল্পী সংস্থা পাবনা আঞ্চলিক কমিটির সভাপতি অধ্যাপক শিবজিৎ নাগ, অধ্যাপক কামরুজ্জামান, পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক আনোয়ারুল হক, সংস্কৃতিকর্মী জাহাঙ্গীর আলম মুকুল প্রমুখ।
 
গণশিল্পী সংস্থার সম্পাদক অ্যাডভোকেট মুশফেকা জাহান কনিকা, গণসংগীতশিল্পী ভাস্কর চৌধুরী, উজ্জল কুমার সাহা, বিপ্লব ভৌমিক প্রমুখ হাতেখড়ি অনুষ্ঠান পরিচালনা করেন।
 
অনুষ্ঠানে আসমিয়া আসমিম ছন্দা, সারা শরাফত খান, উমিকা সরকার, রুকাইয়া ইসলাম যৈশী, কনিকা, যেশাদ, আরাবি, বার্তা রহমান বার্তা, সেঁজুতি, দিক রায়, মুক্তাদির নূর, আরিয়ান সামিন, আরফান, রূপকথা, সামান্তা আক্তার, আবির হাসান, অন্বেষা বিনতে আনোয়ার, আদিত্য পাল, মঞ্জুরুল ইসলাম মাহিম, সানজিদা, শরাফা, সাইদুল সালেহীন, রাহুল সাহা, আব্দুল ওয়াহাব, সমর্পণ সাম্য, কয়বি, ফাহমিদা হাসান মৌ, মাইমি, ইসরা, জেথা সেন, প্রাপ্তি চ্যাটার্জি, তাজদিদ তাহা, মোহন কর্মকার, সারিন, উল্লাস পাল, কনিকা, নাইমা, ছন্দা, শাহরিয়ার মামুন, স্বপ্না মির্জা, আদিত্য চৌধুরী, আদ্রিতা ও সুমাইয়াকে হাতেখড়ি দেওয়া হয়।