মুক্তিযোদ্ধা শিরিন বানু মিতিল স্মরণে সভা

Looks like you've blocked notifications!
মুক্তিযোদ্ধা শিরিন বানু মিতিলের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে স্মরণ সভা অনুষ্ঠিত হয়। ছবি:এনটিভি

মুক্তিযোদ্ধা শিরিন বানু মিতিলের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শুক্রবার বিকেল ৩টায় কুমিল্লায় পূর্বাশা ও মধুমিতা কচি-কাঁচার মেলার উদ্যোগে ওই সভার আয়োজন করা হয়। শিরিন বানু মিতিল এই সংগঠনটির অন্যতম সংগঠক ছিলেন।

সভায় সভাপতিত্ব করেন মধুমিতা কচি-কাঁচার মেলার আহ্বায়ক মলিহা ফাইরুজ। স্বাগত বক্তব্য রাখেন,মধুমিতা কচি-কাঁচার মেলার পরিচালক অনিমা মজুমদার।

এছাড়াও ১৯৭১ মহান মুক্তিযুদ্ধের বীর মুক্তিযোদ্ধা ও নারী নেত্রী  শিরিন বানু মিতিলের সংক্ষিপ্ত জীবনী পাঠ করেন মেলার কর্মী ভাগ্যশ্রী চক্রবর্তী।

এ সময় শিরিন বানু মিতিলের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পড়েন মাওলানা আবুল কালাম আজাদ।

সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আসাদুজ্জামান।

সভায় উপস্থিত ছিলেন পূর্বাশা কচি-কাঁচা মেলার উপদেষ্টা ও ফরিদা বিদ্যায়তনের প্রধান শিক্ষক হানিফ মজুমদার। স্মরন সভায় সভাপতিত্ব করেন মধুমিতা কচি-কাঁচা মেলার আহবায়ক- মালিহা ফাইরুজ।

সভায় আরো উপস্থিত ছিলেন মধুমিতা কচি-কাঁচার মেলার যুগ্ম পরিচালক সাবেরা সুলতানা মনি ও ইমরোজা চৌধুরী বেবী,উপদেষ্টা সৈয়দ আহমদ তারেক,হেলাল উদ্দীন আহমেদ,শক্তি কাম সিনহা ও অনুপ চক্রবর্তী যীশু।