হলমার্ক কেলেঙ্কারি: দুই মামলায় সাক্ষ্যগ্রহণ

Looks like you've blocked notifications!

হলমার্ক কেলেঙ্কারির দুই মামলায় পাঁচজনের সাক্ষ্য গ্রহণ করেছে আদালত। আজ রোববার ঢাকার বিশেষ জজ আদালত-১ এর বিচারক মো. আতাউর রহমানের আদালতে এ সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়।

সাক্ষীরা হলেন, বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি জেনারেল ম্যানেজার মো. সাইফুল ইসলাম খান, সোনালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী (সিইও) প্রদীপ কুমার দত্ত, সোনালী ব্যাংকের সাবেক ডিএমডি খন্দকার মো. ইকবাল, সোনালী ব্যাংকের সিলেট বিয়ানিবাজার শাখার ম্যানেজার এএসএম আব্দুল লতিফ ও সোনালী ব্যাংক গুলশান শাখার এজিএম (শাখা প্রধান) মো. আনিসুজ্জামান।

বিচারক সাক্ষ্যগ্রহণের পর আগামী ৮ আগস্ট ও ১২ আগস্ট পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য  করেন।

আজ সাক্ষ্য গ্রহণের সময় হলমার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তানভীর মাহমুদ ও তাঁর স্ত্রী জেসমিন ইসলাম, জেনারেল ম্যানেজার তুষার আহমেদ, সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ের জিএম মীর মহিদুর রহমান, উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) মো. সফিজউদ্দিন আহমেদ, ডিএমডি মাইনুল হক (বর্তমানে ওএসডি), এজিএম মো. কামরুল হোসেন খানকে (সাময়িক বরখাস্ত) কারাগার থেকে আদালতে হাজির করা হয়।

অপরদিকে জামিনে থাকা আসামি সোনালী ব্যংকের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) শেখ আলতাফ হোসেনকে (সাময়িক বরখাস্ত) আদালতে হাজির করা হয়।
২০১২ সালের ৪ অক্টোবর রাজধানীর রমনা থানায় তানভীর মাহমুদসহ ২৭ জনের বিরুদ্ধে ১১টি মামলা করে দুদক। 
২০১৩ সালের ৭ অক্টোবর দুদক ৩৫ আসামির বিরুদ্ধে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

মামলায় আসামিদের বিরুদ্ধে ২ হাজার ৬৮৬ কোটি ১৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ করা হয়।