কর্মী হত্যার অভিযোগে ঈশ্বরদীতে যুবলীগ নেতা কারাগারে

Looks like you've blocked notifications!
ঈশ্বরদী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রাজিব সরকার। ছবি : সংগৃহীত

পাবনার ঈশ্বরদী উপজেলায় যুবলীগ কর্মী আরিফুল ইসলাম আলম হত্যা মামলায় উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রাজিব সরকারকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

আজ সোমবার পাবনা জ্যেষ্ঠ বিচারিক হাকিম ও আমলি আদালত-২ এ হাজির হয়ে রাজিব সরকার জামিন আবেদন করেন। এ সময় আদালতের বিচারক আবুল বাছেদ বুলু জামিন আবেদন না মঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ২০১৬ সালের ১০ আগস্ট ঈশ্বরদী পৌর শহরের আলহাজ মোড়ে যুবলীগ কর্মী আরিফুল ইসলাম আলমকে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মকভাবে জখম করা হয়। পরে ঢাকার একটি হাসপাতালে ২১ আগস্ট তিনি মারা যান।

এ ঘটনায় আলমের স্ত্রী রুপা খাতুন যুবলীগ নেতা রাজিব সরকারকে প্রধান আসামি করে একটি হত্যা মামলা করেন।

রাজিব সরকারের বিরুদ্ধে সাংবাদিক পেটানোর মামলাসহ অন্তত ১০টি মামলা রয়েছে।