খুলনায় ‘বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী’ নিহত

Looks like you've blocked notifications!

খুলনার দৌলতপুরে কথিত বন্দুকযুদ্ধে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে দাবি করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

গতকাল মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে বলে আজ বুধবার সকালে র‍্যাবের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

নিহত ব্যক্তির নাম ইমরান। তিনি মাদক ব্যবসায়ী ছিলেন বলে পুলিশ জানিয়েছে। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।  

র‍্যাবের সহকারী পুলিশ সুপার (এএসপি) বজলুর রশিদ জানান, গতকাল রাত দেড়টার দিকে দৌলতপুর এলাকায় টহল দেওয়ার সময় র‍্যাব সদস্যরা তিন মোটরসাইকেল আরোহীকে থামার নির্দেশ দেন। তাঁরা নির্দেশ অমান্য করে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন।

র‍্যাব তাদের পিছু নেয়। এ সময় র‍্যাবকে লক্ষ্য করে গুলি করা হয়। র‍্যাবও পাল্টা গুলি চালায়। এতে ইমরান গুলিবিদ্ধ হয়। বাকি দুজন পালিয়ে যায় বলে দাবি করেন র‍্যাব কর্মকর্তা। তিনি আরো বলেন, গুলিবিদ্ধ যুবককে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।    

এএসপি বজলুর রশিদ আরো দাবি করেন, ইমরানের কাছ থেকে একটি রিভলবার, একটি গুলি ও ৩০৮টি ইয়াবা উদ্ধার করা হয়েছে।