‘দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক’

Looks like you've blocked notifications!

শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, ‘বর্তমানে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। এ বিষয়ে আমরা জেলা প্রশাসকদের বলেছি, তাঁরা যেন বর্তমান অবস্থা ধরে রাখেন এবং আগামী দিনেও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভূমিকা রাখেন।’

আজ বুধবার জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের দ্বিতীয় দিনের সভাশেষে সাংবাদিকদের এসব কথা বলেন শিল্পমন্ত্রী। সচিবালয়ে ওই সভা অনুষ্ঠিত হয়।

সভায় দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা প্রশাসকদের প্রতি নির্দেশ প্রদান করেন শিল্পমন্ত্রী ও আইন শৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভাপতি আমির হোসেন আমু। একই সঙ্গে তিনি দেশব্যাপী চলমান মাদকবিরোধী অভিযানকে আরো গতিশীল করার মাধ্যমে মাদক নির্মূলে কার্যকর ভূমিকা পালনেরও নির্দেশনা প্রদান করেন।

শিল্পমন্ত্রী আমির হোসেন আমু সাংবাদিকদের বলেন, ‘জেলা প্রশাসকরা মাঠ প্রশাসনের বিভিন্ন প্রস্তাব দিয়েছেন। তাঁরা সার ব্যবস্থাপনার বিষয়েও কিছু প্রস্তাব দিয়েছেন। আমরা তাঁদের বক্তব্য ও প্রস্তাবনা শুনেছি। এ আলোকে তাঁদের পরামর্শও দিয়েছি।’

আমু বলেন, ‘সরকার এ অবস্থায় মাদকবিরোধী অভিযান চালাচ্ছে। এ বিষয়ে সরকারের অবস্থান জিরো টলারেন্স। আমরা এ বিষয়টি তাঁদের বলেছি। কোনো অবস্থায়ই মাদকের বিষয়ে আপস চলবে না।’

গতকাল মঙ্গলবার সকাল ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সম্মেলন শুরু হয়। এরপর ওইদিন বিকেল সাড়ে ৪টায় সচিবালয়ে দ্বিতীয় কার্য অধিবেশনের মধ্যদিয়ে বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রীদের সঙ্গে জেলা প্রশাসকদের মতবিনিময় হয়।