নানিয়ারচরের নির্বাচনে প্রগতির জয়

Looks like you've blocked notifications!
রাঙামাটির নানিয়ারচর উপজেলা পরিষদের চেয়ারম্যানের শূন্য পদে উপনির্বাচনে জয়ী হয়েছেন জেএসএস (এমএন লারমা) সমর্থিত প্রার্থী প্রগতি চাকমা। ছবি : সংগৃহীত

রাঙামাটির নানিয়ারচর উপজেলা পরিষদের চেয়ারম্যানের শূন্য পদে উপনির্বাচনে জয়ী হয়েছেন জেএসএস (এমএন লারমা) সমর্থিত প্রার্থী প্রগতি চাকমা। আনারস প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ১৪ হাজার ৪৮৬ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ইউপিডিএফ সমর্থিত প্রার্থী প্রণতি চাকমা কাপ-পিরিচ প্রতীক নিয়ে পেয়েছেন আট হাজার ১৫ ভোট। দোয়াত কলম নিয়ে একমাত্র নারী প্রার্থী কল্পনা চকমা পেয়েছেন ৪৩৬ ভোট।

বিজয়ী প্রগতি চাকমা জনসংহতি সমিতি (এমএন লারমা) রাঙামাটির জেলার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

এর আগে আজ বুধবার বিকেল ৪টায় কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে শেষ হয় নানিয়ারচর উপজেলা পরিষদে চেয়ারম্যানের শূন্য পদে উপনির্বাচন।

গত ৩ মে নিজ কার্যালয়ের সামনে দুবৃর্ত্তের গুলিতে নিহত হন নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান শক্তিমান চাকমা। তিনি জেএসএস (এমএন লারমা) সহসভাপতি ছিলেন। তাঁকে হত্যার ২৪ ঘণ্টার মধ্যেই পরের দিন ৪ মে তাঁর দাহক্রিয়ায় যোগ দিতে যাওয়ার সময় সন্ত্রাসী হামলায় নিহত হন ইউপিডিএফ গণতান্ত্রিকের প্রধান নেতা তপন জ্যোতি চাকমা বর্মাসহ পাঁচজন।

নতুন চেয়ারম্যান হিসেবে বিজয়ী প্রগতি চাকমা বলেন, ‘আমি সব ভোটারের প্রতি কৃতজ্ঞ তাঁরা আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করেছেন। ভোট প্রয়োগের মাধ্যমে অন্যায়ের প্রতিবাদ হলো। দিনে দুপুরে জনপ্রিয় একজন উপজেলা চেয়ারম্যানকে যারা হত্যা করেছে ভোটের মাধ্যমে তার প্রমাণ জনগণ দিয়েছে। আমি যত দিন দায়িত্বে থাকব পাহাড়ি-বাঙালি সবাইকে নিয়ে সুন্দরভাবে বসবাস করার চেষ্টা করব, আর সব এলাকায় সুষম উন্নয়ন করার চেষ্টা থাকবে।’

ইউপিডিএফ সমর্থিত প্রার্থী প্রণতি রঞ্জন খীসার সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টার করা হলে তাঁর ফোনটি বন্ধ পাওয়া যায়।

নানিয়ারচরের উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. আব্দুল লতিফ শেখ জানান, প্রগতি চাকমা আনারস প্রতীক নিয়ে ১৪ হাজার ৪৮৬ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।